পূর্ব মোহাম্মদপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

উপজেলা: রামু, কক্সবাজার
স্থাপিত: ১৯৬৪ খ্রিস্টাব্দ।

পূর্ব মোহাম্মদপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমরা শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা প্রদানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের লক্ষ্য হল প্রতিটি শিক্ষার্থীর মানসিক, শারীরিক এবং নৈতিক বিকাশে সহায়তা করা। আমাদের বিদ্যালয়ে আধুনিক শিক্ষা পদ্ধতি ও প্রযুক্তির উপযুক্ত ব্যবহার করে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হয়।

পূর্ব মোহাম্মদপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্সবাজার জেলার রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নে অবস্থিত। এটি নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৬৪ সালে স্বাধীনতা যুদ্ধের আগেই। তখন থেকেই বিদ্যালয়টি বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে আজ অব্দি টিকে আছে এবং একটি আধুনিক বিদ্যালয়ে রুপান্তরিত হয়েছে।

বিদ্যালয়টি মোট ৪০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি খুবই দরিদ্র জনগোষ্ঠির শিশুদের পদচারণায় মুখরিত। চারদিকে গাছপালা ও সবুজেরসমারোহ। সামনে বড় খেলার মাঠ, এক কথায় বিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ বড়ই মনোরম, সুনিবিড় ছায়া শীতল।

বিদ্যালয়টি শিশুদের কোলাহলে পরিপূর্ণ। সুসজ্জিত প্রাক প্রাথমিক কক্ষ, বড় খেলার মাঠ, পর্যাপ্ত খেলার সামগ্রী, সহশিক্ষা কার্যক্রম, প্রতিটি কক্ষে বৈদ্যুতিক ফ্যান, মাল্টিমিডিয়ায় পাঠদান, শতভাগ শিশুদের উপবৃত্তি, ছাদ বাগান ও ছাদ কৃষি, সুপেয় নিরাপদ পানি সরবরাহ প্রভৃতি নানাবিধ সুবিধা পেয়ে থাকে শিশুরা।

এছাড়া প্রতি বছর সমাপনীতে ভালো ফলাফল, প্রাথমিক বৃত্তি, শিক্ষকদের আন্তরিকতা, পর্যাপ্ত পাঠদান প্রভৃতি কারনে বিদ্যালয়ে শিশু ভর্তি সবসময় বেশি হয়ে থাকে। শুধু এই গ্রামেরই নয় বরং পাশের গ্রামের শিশুরাও প্রতি বছর বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে।

অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্যদের স্থানীয় অনুদানে শিক্ষার্থীদের ইউনিফরমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রি বিতরণ করা হয়।

উপজেলা সদর থেকে মাত্র 2.5 কি: মি: দূরত্বে বিদ্যালয়ের অবস্থান। যাতায়াত সুগম। উর্দ্ধতন কর্তৃপক্ষ নিয়মিত অত্র বিদ্যালয়ে পরিদর্শণে আসেন।

বছরের ০১ তারিখ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে শিশুদেরবিই বিতরণ করা হয় এবং শিশুদের বরণ করা হয়। মা সমাবেশ ও অভিবাবক সমাবেশ নিয়মিতভাবে করা হয়। এ ছাড়াও সকল জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়।

লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক আর্দশ শিক্ষা দেওয়া হয়। সহপাঠক্রমিক কার্যক্রম সহ নিয়মিত ক্রীড়া ও সংস্কৃতি চর্চা করা হয়।